Tuesday , 17 July 2018
Breaking News
Home » বলিউড মুভি রিভিউ » Dil Chahta Hai (2001) – এক শহরে বাস করা তিন বন্ধুর গল্প

Dil Chahta Hai (2001) – এক শহরে বাস করা তিন বন্ধুর গল্প

আপনি একটা মুভি মানে কি দেখতে চান? যেখানে ভালোবাসা থাকবে, দেশপ্রেম থাকবে, পরিবার থাকবে? হ্যা আপনি এমন মুভি হইতো অনেক দেখেছেন, কিন্তু যে মুভিতে শুধু গল্প এগোয় বন্ধুত্বে, সেখানে দুষ্টামির চলে বলা হয় মেডামের গায়ের ফিগার? যেখানে জীবন মানে দেখায় সিরিয়াস কিছু নয়, যেখানে ভালোবাসা মায়ের বয়সী কারো প্রতিই হয়। হ্যা এতক্ষণ বলছিলাম আমির খান, সাইফ আলী খান, অক্ষয় খান্না অভিনীত ফারহান আক্তার পরিচালিত ভিন্নধর্মী দিল চাহতা হ্যায় মুভির কথা, অনেক পরিচালকের মুখে তাদের ছবি ভিন্নধর্মী কথাটা শুনলেও এর যথাযথ মর্যাদা বজায় রেখেছেন ফারহান আক্তার নামক মানুষটাই… দিল চাহতা হ্যায়

Dil Chahta Hai (2001)

Dil Chahta Hai (2001) মুভি রিভিউ

সাদাসিধে এক গল্প এক শহরে তিন বন্ধু বাস করে তারা শৈশব থেকেই বন্ধু একজন আকাশ, আরেকজন সামির অপরজন সিদ্বার্থ (সীড)

আকাশ ভালোবাসা বলতে কিছু বিশ্বাস করে না, কোন সম্পর্কে আটকে থাকতে পছন্দ করে না, তার সম্পর্ক গুলাও দুই সপ্তাহের বেশি ঠিকে না।

সামির খুবই অমায়িক, ওয়েল মিনিং, সত্যিকার ভালোবাসা খুজে যেটা সে পাই না।

সিড একজন চিত্রশিল্পী খুবই ম্যাচুয়িট, ভালোবাসা খুজে। ভালোবাসা খুজতে গিয়ে মায়ের বয়সি কারো কাছে ভালোবাসা আবিস্কার করে।

এই তিন বন্ধুর বিভিন্ন ভালোলাগা, ঘুরাঘুরি, অভিমান, প্রেম, পরিবার এই প্রেক্ষপটে এগিয়েছে সিনেমার গল্প বেশি বললে স্পয়লার হয়ে যাবে, যারা দেখেননি মজা পাবেন না…

কিছু প্রিয় সিনঃ
আমির আর অক্ষয় খান্নার ঝগড়া পরে আমিরের গাড়ি চালানো অবস্থায় তাদের পুরোণো আড্ডার জায়গা দেখে চোখে পানি আসার এক্সপ্রেশন, হসপিটালে গিয়ে জডিয়ে ধরা। সেইসব সিন দেখলেই বুঝা যায় তিনি কতবড় তারকা….

মিউজিকঃ
এই ছবির মিউজিক পরিচালনায় ছিলেন শংকর-এহসান-লয়। গানগুলা অনেকটা গতনাগতিক গানের বাইরে নতুন ধারার ছিলো, যেটা লিজেন্ড্রি উদিত নারায়নের গাওয়া “জানে কিউ” গানটা শুনলে বুঝা যায়….

সর্বশেষ একটাই কথা যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু বন্ধু পেয়েছেন, যারা তাদের বন্ধুদের এখনো মিস করেন, মিস করেন ক্যাম্পাস জীবনের সেই আড্ডা, ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো। তাদের অবশ্যই এই মুভি দেখা উচিৎ। এমন মুভি বলিউডে খুব একটা হইনি যদি দেখা না থাকে অবশ্যই দেখা উচিৎ…..

হ্যাপি ওয়াচিং✌

মুভি রিভিউ লিখেছেনঃ Shahriar Hyder Emon

Do you like this post?
  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

About Admin