Tuesday , 17 July 2018
Breaking News
Home » মালায়ালাম মুভি রিভিউ » মুভি রিভিউঃ Ustad Hotel (2012)

মুভি রিভিউঃ Ustad Hotel (2012)

আচ্ছা! আপনি সিনেমা দেখতে বসলে সাধারন বাঙালি হিসাবে একটা সিনেমায় কি কি উপাদান আশা করেন? নায়ক নাইকার প্রেম, ভিলেন সাহেবের ঝামেলা, অথবা কোন কোন সময়ে নায়কের বা নায়ীকার বাবার প্রেমের বাধা এই সবই তো? অথবা প্রেম-ভালবাসার মধ্যে বিভিন্ন কারনে খনিকের বিচ্ছেদ; আবেগে চোখে পানি আসা!! এই তো! একটা সিনেমায় বাবা-মায়ের প্রেম💞, নিজের প্রেম💞, আবার দাদা-দাদীর প্রেম💞 এতো সুন্দর করে গল্পের ছন্দে মিসিয়ে দেওয়া একটা সিনেমার নাম Ustad Hotel.

Ustad Hotel

Ustad Hotel মুভি ইনফোঃ
সিনেমাঃ Ustad Hotel-2012(উস্তাদ হোটেল-২০১২)
ভাষাঃ মালাইলাম
টাইপঃ জীবনমুখী+রোমান্টিক

Ustad Hotel মুভি রিভিউ

কেউ যদি ভেবে থাকেন একটা ১০০% প্রেম রোগাক্রান্ত সিনেমা দেখবেন তাহলে এটা তার জন্য না। আর যদি কেউ মনে করেন একটি মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবন-প্রবাহ দেখবেন তাহলে বলবো সময় করে বসে যান পরিবারের মানুষদের নিয়ে। সবাই মিলে দেখতে পারেন ১০০% পিউর সিনেমা।👌

বাবার দেওয়া লক্ষে পৌছানোর জন্যে আমেরিকা পারি দেওয়ার পরেও নিজের লক্ষে অটুট থাকা ছেলের বিয়ে ভেঙ্গে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হাত-পা বাঁধা পানির মধ্যে পড়ে যাওয়া মানুষের মতো হয়ে যায় আমেরিকা ফেরত বাবুর্চির😷। তাতে কি? দাদা তো মারা যায় নাই? বাবার কাছ থেকে রক্তে-মাংসে গড়া মানুষ হয়ে দাদার কাছে গিয়ে মানুষত্বকে জাগ্রত করার সুজোগ যারা পান নাই তারা এই সিনেমা দেখলে বুঝবেন দাদাকে হারিয়ে কি হারিয়েছেন। 😭

সময়ের চাকার নিচে চাহিদা গুলো যখন একের পর এক পিষ্ঠ হতে থাকবে এবং ঘটনার প্রবাহে আটকে গিয়ে যখন বুকের এক কোনে হালকা দম বন্ধ হয়ে যাওয়া চাপ অনুভব করবেন তখন হয়তো আশে-পাশে লুকিয়ে লুকিয়ে খুজতে থাকবেন টিসুর বক্স। হ্যা! প্রেম-ভালবাসা হয়তো সবার হৃদয় বুঝার ক্ষমতা রাখেনা তবে মানুষ মাত্রই মানুষত্বকে অনুভব করতে পারবে আর ঠিক তখনই মনে হবে “এখনই ছুটে গিয়ে একটা ভালো কাজ করে আসি👌” শুধু শরির নিয়ে বেঁচে থেকে কি লাভ যদি আত্বাকে বাঁচাতে না পারি😢?

হ্যাপি ওয়াচিং✌

মুভি রিভিউ লিখেছেনঃ Munshi Imran

Do you like this post?
  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

About Admin