Bhaag Milkha Bhaag (2013) অনুপ্রেরণা জোগানোর মতো একটা বলিউড মাস্টারপিস মুভি

Kai Po Che

Bhaag Milkha Bhaag মুভি ইনফোঃ
Movie : Bhaag milkha bhaag (2013)
Genre : Drama
Imdb : 8.3
Cast : Farhan Akhtar, Meesha Shafi, Pawan Malhotra, sonam kapoor, prakash raj

Bhaag Milkha Bhaag মুভি রিভিউঃ
a
মুভিটি সম্পর্কে সবাই কম বেশী জানে ৷ আমার দেখা স্পোর্টস মুভিগুলোর মাঝে অন্যতম সেরা মুভি ৷ আমার মনে হয়, মুভিটির দুর্বলতা হচ্ছে নায়ক ৷ যদি অন্য কোন সুপারহিট নায়ক মুভিটি করত তাহলে মুভিটি আরও অনেক বেশী ইনকাম করতে পারত (ব্যক্তিগত মতামত) কারণ একটা বিষয় খেয়াল করেছি যে “ইন্ডিয়ানরা প্রথমে নায়ক দেখে, তারপর মুভি ” ৷

মুভি প্রসঙ্গ : মুভিটি ভারতের সেরা স্পোর্টস মুভিগুলোর মাঝে অন্যতম, যার বাজেট ছিল ৩০ কোটি রুপি এবং বক্স অফিস আয় মাত্র ১৬৪ কোটি রুপি ৷ সকলের অভিনয়ই ভাল ছিল যদিও সোনমের অভিনয় নিয়ে অনেকের মাঝে প্রশ্ন রয়েছে ৷

কাহিনী সংক্ষেপ :
মুভির কাহিনী শুরু ১৯৬০ সালের রোমে অনুষ্ঠিত অলিম্পিক গেমস দিয়ে। দৌড়ে অংশ নিয়েছেন মিলখা সিং। অনেকের চেয়ে এগিয়ে সে। দৃষ্টি সামনে। পিছন ফিরে দেখার সময় নেই।হঠাৎ পরিচিত কণ্ঠে ভেসে আসলো “ভাগ মিলখা ভাগ” অলিম্পিকের টানটান উত্তেজনার মাঝেও কে যেন একটানে তাকে তুলে নিয়ে গেলো তার সেই ভয়াল অতীতের কাছে, যে অতীত থেকে পালাতে চাইছে সে সবসময়। আবার সামনে এসে ধরা দিল সেই ভয়াল অতীত। নাহ পরল না এবার অতীতকে জয় করতে যা আগেও বহুবার করে এসেছে সে।

” কিন্তু কি ছিল সেই ভয়ঙ্কর অতীত ” জানতে হলে এখুনি দেখতে হবে মুভিটি, তাই যারা মিস করেছেন,দেরী না করে এখুনি দেখে ফেলুন ৷

ধন্যবাদ সবাইকে।

[review]

Bhaag Milkha Bhaag (2013) অনুপ্রেরণা জোগানোর মতো একটা বলিউড মাস্টারপিস মুভিTankiBazzবলিউড মুভি রিভিউBhaag Milkha Bhaag (2013) অনুপ্রেরণা জোগানোর মতো একটা বলিউড মাস্টারপিস মুভি
Bhaag Milkha Bhaag (2013) অনুপ্রেরণা জোগানোর মতো একটা বলিউড মাস্টারপিস মুভি Bhaag Milkha Bhaag মুভি ইনফোঃ Movie : Bhaag milkha bhaag (2013) Genre : Drama Imdb : 8.3 Cast : Farhan Akhtar, Meesha Shafi, Pawan Malhotra, sonam kapoor, prakash raj Bhaag Milkha Bhaag মুভি রিভিউঃ মুভিটি সম্পর্কে সবাই কম বেশী জানে ৷ আমার দেখা স্পোর্টস মুভিগুলোর...