Hajar Bachhor Dhore (2005) হাজার বছর ধরে মুভি রিভিউ

Kai Po Che

Hajar Bachhor Dhore মুভি ইনফোঃ
♣ছবি: হাজার বছর ধরে
♣IMDb: 7.9/10
♣Personal Rating: 8/10

Hajar Bachhor Dhore রিভিউঃ

♠ ইউটিউবে অনেক দিনই ছবিটি চোখের সামনে এসেছে কিন্তু দেখা হয়নি কারণ মনে হচ্ছিল জহির রায়হানের উপন্যাসটা পড়ে যে অনুভূতি ছিল সেটা যদি এই ছবিতে পুরোপুরি না পাই তাহলে ভালো লাগবে না। যাই হোক অনেক দিন গ্রাম-বাংলার ভালো ছবি দেখি না এই কারণে দেখতে বসলাম এই ছবিটা।

♣কাহিনী জানা একটা জিনিস দেখতে বসলাম এবং শেষ দৃশ্য পর্যন্ত মুগ্ধতা নিয়ে দেখলাম। উপন্যাসটা পড়ার পর যেরকম ভালো লেগেছিল ছবিটা দেখেও অনুভূতি সেরকম। কল্পনায় দেখা দৃশ্য গুলো অসাধারণ দক্ষতায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে (y)

♣অভিনয়ের কথা বলতে গেলে সবাই ভালো অভিনয় করেছে তবে রিয়াজের কথা আলাদা ভাবে বলতেই হয়। মন্তু চরিত্রটা মনে হয়না রিয়াজ থেকে ভালো করে কেউ করতে পারবে। এই চরিত্রটাই ছবির প্রাণ আর এখানে অভিনয়ের জন্য আমি রিয়াজ ভাইকে ১০/১০ দিবো 😀

♣যারা ছবিটি দেখেননি বা যারা অনেক দিন ভালো গ্রামীণ বাংলা ছবি দেখেন না তারা এটি দেখতে পারেন। ইউটিউবে পুরো ছবি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে 🙂

হ্যাপি ওয়াচিং✌

[review]

Hajar Bachhor Dhore (2005) হাজার বছর ধরেঃ ভুলে যাওয়া চলচ্চিত্র - মুভি রিভিউTankiBazzবাংলাদেশী মুভি রিভিউ2005,Hajar Bachhor Dhore,মুভি রিভিউ,হাজার বছর ধরে
Hajar Bachhor Dhore (2005) হাজার বছর ধরে মুভি রিভিউ Hajar Bachhor Dhore মুভি ইনফোঃ ♣ছবি: হাজার বছর ধরে ♣IMDb: 7.9/10 ♣Personal Rating: 8/10 Hajar Bachhor Dhore রিভিউঃ ♠ ইউটিউবে অনেক দিনই ছবিটি চোখের সামনে এসেছে কিন্তু দেখা হয়নি কারণ মনে হচ্ছিল জহির রায়হানের উপন্যাসটা পড়ে যে অনুভূতি ছিল সেটা যদি এই ছবিতে পুরোপুরি না পাই...