Theeya Velai Seiyyanum Kumaru (2013) একটি রোমান্টিক তামিল মুভি – মুভি রিভিউ

Kai Po Che

Theeya Velai Seiyyanum Kumaru মুভি ইনফোঃ
মুভির নামঃ Theeya Velai Seiyyanum Kumaru
অভিনয়ঃ Siddharth Narayan (কুমার) , Hansika Motwani (সাঞ্জানা) ,
Santhanam (মকিয়া / সাতিশ)
IMDb রেটিং : 6.1
আমার রেটিং : 7.9

Theeya Velai Seiyyanum Kumaru রিভিউঃ

ধরুন, আপনি একটা প্রেমিক বংশের লোক । আপনার বাপ, দাদা, ভাই, বোন সব প্রেম করে বিয়ে করেছে। আপনার বংশে প্রেম করে বিয়ে করাটা একটা ঐতিহ্য।
প্রেম না করাটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আপনার কপালে প্রেম আর জুটে না। কোন মেয়েকেও আর পছন্দ হয় না। কিভাবে হবে বলুন, যদি নিচের ঘটনা গুলি হয়-

ঘটনা ১ : আপনি তখন কিন্ডারগার্ডেনের ছাত্র । ছোটকালে হেব্বি মোটা-তাজা আর কিউট ছিলেন । একটি মেয়ে আপনার গাব্বু গাব্বু গালে চুম্মা দিলো । উত্তেজিত হয়ে আপনিও মেয়েটির গালে একটা ** দিয়ে দিলেন । ব্যাস, স্যারের কাছে কানমলা!! 😛

ঘটনা ২ : আপনি তখন ক্লাস এইটে। আপনার পাশের মেয়েটিকে কোন একটা ফাজিল পোলা বইয়ের ভিতর প্রেমপত্র দিলো। কিন্তু বইয়ের মাঝ থেকে পত্রটি পড়ে গেলো। আপনি কিছু মনে না করেই পত্রটি মেয়েটির হাতে তুলে দেন। এরপর মেয়েটি পত্র খুলে দেখে। ব্যাস, আপনি আবারো ধরা!! 😛

ঘটনা ৩ : আপনি তখন কলেজের ছাত্র। চা-সিগারেট খেতে রেগুলার নির্দিষ্ট এক দোকানে জান। সেখানে হঠাৎ করেই একটি মেয়ে আপনাকে রোজ নানা ইশারা- ইঙ্গিত দিত। একদিন আপনাকে পাপ্পিও দিয়ে দিলো । আপনি তো পুরাই ফিদা। হঠাৎ একদিন মেয়েটি হঠাৎ করেই আপনাকে নিয়ে পালানোর জন্য রেল-ষ্টেশনে যায়। গিয়ে আপনি দেখলেন যে — আপনি যে দোকানে দাড়িয়ে চা-সিগারেত খেতেন, সেই দোকানের ছেলেটির সাথেই মেয়েটির ইতিস-পিটিস! মেয়েটি আপনার পিছনে দাঁড়ানো ছেলেটিকে ইশারা দিত আর আপনি মনে করতেন আপনাকে..!! 😉

এই ঘটনাগুলিই হয়েছিলো মুভির নায়ক কুমারের সাথে।। এতোকিছুর পরেও সে প্রেমে পড়ে গেলো একটি মেয়ের। যেমন-তেমন প্রেম নয়, একদম কাঁঠালের আঠার
মতো প্রেম। সাহায্যের জন্য সে গেলো লাভগুরু, ভালোবাসার বিজ্ঞানী মকিয়ার (সান্থানাম, তামিল মুভি জগতের সেরা কমেডিয়ান) কাছে। এবং এরপর মুভি শুরু হল !!! 😉

হ্যাপি ওয়াচিং✌

মুভি রিভিউ লিখেছেনঃ ‎Mehedi Hasan

[review]

Theeya Velai Seiyyanum Kumaru (2013) একটি রোমান্টিক তামিল মুভি - মুভি রিভিউTankiBazzতামিল মুভি রিভিউ2013,Theeya Velai Seiyyanum Kumaru
Theeya Velai Seiyyanum Kumaru (2013) একটি রোমান্টিক তামিল মুভি - মুভি রিভিউ Theeya Velai Seiyyanum Kumaru মুভি ইনফোঃ মুভির নামঃ Theeya Velai Seiyyanum Kumaru অভিনয়ঃ Siddharth Narayan (কুমার) , Hansika Motwani (সাঞ্জানা) , Santhanam (মকিয়া / সাতিশ) IMDb রেটিং : 6.1 আমার রেটিং : 7.9 Theeya Velai Seiyyanum Kumaru রিভিউঃ ধরুন, আপনি একটা প্রেমিক বংশের লোক ।...