You’ve Got Mail (1998) মুভি রিভিউ

Kai Po Che

You’ve Got Mail মুভি ইনফোঃ
Movie review : You’ve Got Mail
IMDb Rating : 6.6
ব্যক্তিগত রেটিং : 7.5
Genre : Romance, Drama

You’ve Got Mail রিভিউঃ

মুভিটা নিয়ে শুধু এইটুকু বলাই বোধকরি যথেষ্ঠ হবে যে এটি Tom Hanks এর মুভি। মুভিটা সাইবার রোনাম্স নিয়ে। কাহিনীটা খুবই গতানুগতিক। অন্তত এই ফেসবুকের সময়ে তো তা অবশ্যই। যদি আপনি নিজেকে ১৯৯৮ সালের সময়ে নিয়ে যেতে পারেন, যখন ইন্টারনেট মানুষের কাছে সবে মাত্র পৌছুতে শুরু করেছে, তখনই আপনি মজা পেতে শুরু করবেন। মেইলের মাধ্যমে যোগাযোগ হতে থাকা দুইজন ভাল বন্ধুর মধ্যে সম্পর্কের টানাপোড়ন নিয়ে মুভিটা। সম্পর্ক নিয়ে টানাপোড়ন শুরু হয় তখনই যখন তারা পরস্পর ব্যবসায়িক প্রতিদ্বন্দিতার বাধনে পড়ে যায়। সম্পর্কটি যখন এই দুরবস্থায় হাবুডুবু খাচ্ছে, তখন Tom Hanks কিভাবে সেটিকে সামনে নিয়ে যেতে চেষ্টা করতে থাকে সেটি অসাধারন। শেষে Meg Ryan বিভিন্ন টিভি সিরিজের অভিনেত্রী ও পরিচালক এই মেয়েটির চরিত্র রুপায়ন ভাল লেগেছে। কিছু কিছু কথা কানে আটকে থাকবে, যেমন Tom Hanks এর এখটি কথা এখনো কানে বাজছে-“যেই মানুষটি খুব ছোট্ট একটি কারনে সিদ্ধান্তহীনতায় ভুগে, সেও কফিস্টোরে গিয়ে ছয়টি সিদ্ধান্ত খুবই সহজে নিয়ে নেয়।”

বসে যান Tom Hanks হতাশ করবে? মনে হয় না।

হ্যাপি ওয়াচিং✌

মুভি রিভিউ লিখেছেনঃ Shah Shajedur Rahman Shakil

[review]

You've Got Mail (1998) মুভি রিভিউTankiBazzহলিউড মুভি রিভিউYou've Got Mail,মুভি রিভিউ
You've Got Mail (1998) মুভি রিভিউ You've Got Mail মুভি ইনফোঃ Movie review : You've Got Mail IMDb Rating : 6.6 ব্যক্তিগত রেটিং : 7.5 Genre : Romance, Drama You've Got Mail রিভিউঃ মুভিটা নিয়ে শুধু এইটুকু বলাই বোধকরি যথেষ্ঠ হবে যে এটি Tom Hanks এর মুভি। মুভিটা সাইবার রোনাম্স নিয়ে। কাহিনীটা খুবই গতানুগতিক। অন্তত এই...